ওবামা-দালাই লামা সাক্ষাৎ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ধর্মীয় গুরু দলাই লামার দেখা হতে চলেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই। ওয়াশিংটন ডিসিতে ৫ ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। আর সেখানেই দেখা হতে চলেছে দুইজনের। দালাই লামার অফিস সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
যদিও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বার্নাডেট মিহান বলেন, আগেও যেরকম হয়েছে, এবারও সেই একইভাবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতার সঙ্গে দেখা করবেন প্রেসিডেন্ট। আলাদা করে দালাইয়ের সঙ্গে কোনও সাক্ষাতের কথা আমাদের জানা নেই।
উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছেন দালাই লামা ও বারাক ওবামা। ৬২ তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যের মোট ৩ হাজার ২০০ মানুষ অংশ নেবেন। এছাড়াও সারা বিশ্বের প্রায় ১৪০ টি দেশ এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছে।
এএইচ/আরআই