জর্ডানে দুই জিহাদির মৃত্যুদণ্ড কার্যকর


প্রকাশিত: ০৬:২৫ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

ইসলামিক স্টেট বা আইএস জর্ডানের পাইলট মুয়াথ আল-কাসাসবেহকে জীবিত পুড়িয়ে মেরে ফেলার ভিডিওচিত্র প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই জর্ডান দুজন সাজাপ্রাপ্ত জিহাদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জিহাদি দুজনের মধ্যে একজন নারী জিহাদি রয়েছে. যার নাম সাজিদা আল রিসাভী। তিনি একজন ব্যর্থ আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন।

২০০৫ সালে আম্মানে একটি হামলার ঘটনায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন সাজিদা আল রিসাভী। অপরজন হলেন ইরাকের আল- কায়েদার জিয়াদ কারবলি।

পাইলট মুয়াথ আল-কাসাসবেহকে জীবিত পুড়িয়ে মেরে ফেলার ভিডিও চিত্রটি প্রকাশের পর ইসলামিক স্টেটের বিরুদ্ধে জর্ডান সরকারের ভাষায় ‘দুনিয়া কাঁপানো’ প্রতিশোধ নেয়ার অঙ্গিকার করেছিলো দেশটি।

পাইলট মুয়াথ আল-কাসাসবেহ গত ডিসেম্বরে সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে বিধ্বস্ত হওয়ার পর আটক হয়েছিলেন।

জর্ডান সরকার সাজিদা আল রিসাভীর বিনিময়ে পাইলট মুয়াথ আল-কাসাসবেহকে মুক্তির চেষ্টা চালাচ্ছিলো।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।