যশোরে ছাত্রদলের বিজয় মিছিল : আটক ৫


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১০ মার্চ ২০১৫

বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে যশোরে আনন্দ মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদলের ৫ কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সোনালী ব্যাংক করপোরেট শাখার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন যশোর শহরের নাজির শংকরপুর এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে ইমরান (২২), বেজপাড়া এলাকার রাজু উদ্দিনের ছেলে ফয়সাল (২৪), একই এলাকার রিয়াজ হোসেনের ছেলে সাদ্দাম (২২), রবিউল আলমের ছেলে পিয়াল আলম (২০) ও রিয়াদ হোসেন (২০)।

তবে যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু জানান, বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।

বিএ/আরআই

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।