ভিসা ছাড়া ইন্দোনেশিয়া যেতে পারবে না অস্ট্রেলিয়রা


প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৭ মার্চ ২০১৫

অস্ট্রেলিয়ার নাগরিকদের ভিসা ছাড়া ইন্দোনেশিয়ায় প্রবেশের সুযোগ বাতিল করার পরিকল্পনা হাতে নিয়েছে জাকার্তা। বর্তমানে অস্ট্রেলিয়াসহ বিশ্বের ৪৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ রেখেছে ইন্দোনেশিয়া।

দেশটির পর্যটনমন্ত্রী আরিফ ইয়াহিয়া মঙ্গলবার বলেছেন, ‘আমরা যদি অস্ট্রেলিয়াকে এ সুযোগ দেই তাহলে আমাদেরকেও একই সুযোগ দিতে হবে। একতরফাভাবে এ সুযোগ আর ক্যানবেরাকে দেয়া হবে না।’

একইসঙ্গে ইয়াহিয়া একথাও জানিয়েছেন, মাদক চোরাচালানের অভিযোগে দু’জন অস্ট্রেলিয় নাগরিকের আসন্ন মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যে টানাপোড়েন চলছে তার সঙ্গে এ সিদ্ধান্তের সম্পর্ক নেই। ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য ভিসা-মুক্ত সুবিধা আদায়ের লক্ষ্যে জাকার্তা সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। তবে অস্ট্রেলিয়ার নাগরিকরা ইন্দোনেশিয়ার যেকোনো বিমানবন্দরে এসে পর্যটন ভিসার জন্য আবেদন জানাতে পারবেন বলে দেশটির পর্যটনমন্ত্রী জানিয়েছেন।

বর্তমানে দুই অস্ট্রেলিয় মাদক চোরাকারবারির মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে জাকার্তা ও ক্যানবেরার সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছে। ইন্দোনেশিয়ার বিচার বিভাগ যেকোনো মূল্যে ওই দুই অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করতে চায়। অন্যদিকে তাদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে অস্ট্রেলিয়া।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।