গরু খেলে দেশ বিনাশ!


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২০ মার্চ ২০১৫

ক্যান্সার নিয়ে আর ভাবনা নয়। ক্যান্সার সারানোর যুগান্তকারী ওষুধ আবিষ্কার করে ফেলেছেন বিজেপি’র এক সাংসদ। তিনি শঙ্করভাই এন।

বিজেপির এই নেতা বলেছেন, গোমূত্র পান করলে নাকি সেরে যাবে ক্যান্সার! আর তাই গরু না খেয়ে বাঁচিয়ে রাখতে হবে। গরু খেলেই দেশ বিনাশ!

গো-হত্যা বন্ধ করার দাবিতে রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি দাবি করেছেন, গরুদের রক্ষা করতে না পারলে দেশকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না!

শঙ্করভাই এন আরো বলেন, ‘আপনি যদি নিজেকে ক্যান্সারের হাত থেকে বাঁচাতে চান, তাহলে আগে গো হত্যা রুখতে হবে। কারণ গোমূত্রই ক্যান্সার নিরাময়ের একমাত্র ওষুধ। আমি হলফ করে বলতে পারি গোমূত্রে ক্যান্সার একশো শতাংশ নিরাময় হবে। তবে এখানে কেউ এটা মানতে চান না।’

তিনি সবাইকে পরামর্শ দিয়ে বলেন, ‘গোবর এবং গোমূত্রের অনেক রকম ব্যবহার আছে। ক্যান্সার ছাড়া আরও অনেক রোগের নিরাময় সম্ভব এতে।’

গো হত্যাকে পাপ বলে চিহ্নিত করে সাংসদ শঙ্করভাই এন বলেছেন, বেদ-এ গরুকে মাতৃজ্ঞানে পুজো করা হতো। আর কেউ কেউ সেই গো-মাংস খান।

বিস্ময় প্রকাশ করে এ সাংসদ বলেন, ‘গরু খাওয়ার নামে কী হচ্ছে এ সব! দেশটা সবাই ধ্বংস করবে নাকি।’

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।