বিমান হামলায় আইএস নেতা বাগদাদি আহত


প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২১ এপ্রিল ২০১৫

আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি পশ্চিম ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।

দি গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে বলা হয়, গত মার্চে বিমান অভিযানে মারাত্মক আঘাত পাওয়ার পর প্রাণ বিপন্ন হয়ে পড়েছিল বাগদাদির। তবে ধীরে ধীরে আঘাত সারিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে সংগঠনের প্রতিদিনের কাজকর্ম পরিচালনা করা সে এখনও শুরু করতে পারেনি।

সেই হামলার পর বাগদাদি নিশ্চিতভাবেই মৃত্যুবরণ করবে বলে ধরে নিয়েছিল তার সংগঠনের নেতারা। তারা জরুরি বৈঠকে বসে নতুন নেতা বাছাইয়ের ব্যাপারে আলোচনাও করে। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত তাদের নিতে হয়নি।

২০১৪-র ২৯ জুন খলিফার সাম্রাজ্য গড়ার স্থাপন করা হয়েছে বলে ঘোষণা করে স্বঘোষিত ইসলামিক স্টেট। বাগদাদি সেই সাম্রাজ্যের খলিফা বলে জানিয়ে দেন তারা। তারপর থেকে তারা ইরাকের পশ্চিম ও উত্তর পশ্চিম, সিরিয়ার উত্তরপূর্বের বিস্তীর্ণ এলাকা দখল করে।

২০১১ সালেই বাগদাদিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে তাকে জীবিত বা মৃত ধরার ব্যাপারে সঠিক তথ্য দিয়ে সাহায্য করলে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে ওয়াশিংটন। একমাত্র আল কায়েদা নেতা আয়মান আল জওয়াহিরিরই মাথার দাম বাগদাদির চেয়ে বেশি-আড়াই কোটি মার্কিন ডলার।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।