বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেবে ভারত


প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ভারতে যাওয়া হিন্দু বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে মোদি সরকার। রোববার ক্ষমতাসীন বিজিবির সভাপতি অমিত শাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আসাম রাজ্যে তার দল আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ থেকে গিয়ে রাজ্যে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে’। অাসামে বাংলাদেশি অভিবাসীদের নিয়ে যখন বিভিন্ন অালোচনা সমালোচনা হচ্ছে তখন অমিত এ মন্তব্য করলেন।

অমিত বলেন, ‘ধর্মীয় অশান্তির কারণে কিছু হিন্দু বাংলাদেশ থেকে এখানে এসেছে সত্যি। অাগামী বছর যদি বিজেপি অাসামে ক্ষমতায় অাসে তাহলে তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে’। শুধু তাই নয় সারা ভারতে থাকা বাংলাদেশি হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দিতে বিজেপি কাজ করছে বলেও জানান তিনি।

অমিত শাহ অারও বলেন, ‘অাগামী বছর বিধানসভা নির্বাচনে এই ইস্যুটি নিয়েই লড়াই হবে। অামরা এই রাজ্যকে অবৈধ বাংলাদেশি মুক্ত করতে কাজ করবো। এখন অাসাম অবৈধ বাংলাদেশিদের অন্যতম অাশ্রয়স্থল হয়ে উঠেছে। কংগ্রেস সরকার তাদের ফেরাতে কোনো উদ্যোগই নেয়নি’। সভায় অমিত রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সরকারের নানা ব্যর্থতা দুর্নীতির খতিয়ান তুলে ধরে তার ব্যাপক সমালোচনা করেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।