সমকামী ছেলের পাত্র খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২০ মে ২০১৫

হরিশ আয়ার নামের সমকামী ছেলেকে বিয়ে দিতে মুম্বাইয়ের দৈনিক মিড ডে’তে বিজ্ঞাপন  দিয়েছেন এক  মা। ভারতে এই রকম সমকামী ছেলের জন্য বিজ্ঞাপন দিয়ে পাত্রী খুঁজার ঘটনা এই প্রথম। খবর বিবিসির। বিজ্ঞাপন দাতা ওই মায়ের নাম পদ্মা আয়ার।

পদ্মা আয়ার বিজ্ঞাপনে বলেন, `পাত্রকে হতে হবে “সুপ্রতিষ্ঠিত, নিরামিষভোজী এবং পশুপ্রেমী। বিজ্ঞাপনে হরিশ আয়ারের বয়স ৩৬, উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি এবং সে  একটি এনজিওতে কাজ করে বলে উল্লেখ করেন তিনি`।

পদ্মা আয়ার বলেন, সম্ভাব্য পাত্র আয়ার পদবীধারী হলেই ভালো হয়, তবে তা হতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। বিজ্ঞাপনের ব্যাপারে পদ্মা আয়ার বলেন, বিজ্ঞাপনটি দেয়ার জন্য তিনি তিনটি পত্রিকায় যান, কিন্তু সবাই এই বিজ্ঞাপন ছাপাতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত মুম্বাইর ‘মিড ডে’ পত্রিকা বিজ্ঞাপনটি প্রকাশে রাজী হয়।

প্রসঙ্গত, ভারতে সমকামীদের মধ্যে বিয়ে এবং যৌন সম্পর্ক বে-আইনি। তবে ‘মিড ডে’র সম্পাদক বলেন, সমকামী এক ছেলের জন্য সঙ্গী খুঁজে বের করতে মায়ের এই আকুতি খুবই স্বাভাবিক মনে হয়েছে তার কাছে। যদি এতে কাজ হয় তাতে একটা দারুণ দাম্পত্য সম্পর্কের সূচনা হবে বলে তিনি আশা করেন।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।