চাকরি থেকে বরখাস্ত করায় বসকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯

চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন। এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না এক ব্যক্তি। ফলে রাগে-ক্ষোভে বসকেই খুন করে বসলেন। এমন ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

রোববার মুম্বাই পুলিশ জানিয়েছে, শহরের ঘাটকোপার এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে তার সাবেক বসকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির প্রতিষ্ঠানে কাজ করতেন ওই অভিযুক্ত ব্যক্তি। কিছুদিন আগেই তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়। তারপর থেকেই বসের ওপর ক্ষোভ ছিল তার।

বেশ কিছুদিন ধরে সে সুযোগে ছিল। এরপর তেমন সুযোগ পেয়েই সাবেক বসকে হত্যা করেছে সে। তবে শুধু চাকরি যাওয়াটাই এই হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ নাকি আরও কিছু রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।