দুবাইয়ে হাসপাতালে পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৯

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে সোমবার দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দলের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, হৃদযন্ত্রে সমস্যা এবং উচ্চ রক্তচাপের কারণে তার বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে।

এর আগে দেশটির বেশ কিছু টেলিভিশন চ্যানেলে এই সাবেক প্রেসিডেন্টকে স্ট্রেচারে করে দুবাই আমেরিকান হাসপাতালে নিয়ে যাওয়ার ফুটেজ দেখানো হয়।

সে সময় জানানো হয় যে, তার জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন। এরপর অল পাকিস্তান মুসলিম লীগের তরফ থেকেও এ বিষয়টি নিশ্চিত করা হয়।

দলের মুখপাত্র বলেন, তার বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। এছাড়া তার বুকেও ব্যাথা হচ্ছে। হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। ওই মুখপাত্র জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিশ্চিত হতে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।