কোয়ারেন্টাইনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ পিএম, ০৮ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাব্য ঝুঁকির কারণে সেলফ-কোয়ারেন্টাইনে গিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও বিকল্প প্রধানমন্ত্রী বেনি গান্তজ। বুধবার মন্ত্রীর পক্ষে তার অফিস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত রোববার এক করোনা রোগীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলে সন্দেহ করছেন গান্তজ। এ কারণে চিকিৎসকদের পরামর্শ নিয়ে বুধবার থেকে সেলফ-কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এখনও সুস্থ এবং তিনি করোনা টেস্টের ফলাফলের অপেক্ষায় রয়েছেন বলে জানানো হয়েছে।

মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গান্তজ ক্ষমতা ভাগাভাগির শর্তে ইসরায়েলি সরকার গঠনে বেঞ্জামিন নেতানিয়াহুর নতুন জোট সঙ্গী। চুক্তি অনুসারে আগামী বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে গান্তজের।

এদিকে, গত কয়েকদিন থেকেই করোনা সংক্রমণের নতুন ঢেউ সামলাতে বেশ হিমশিম খাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার সেখানে একদিনে রেকর্ড ১ হাজার ৪৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২২২ জন।

সূত্র: শিনহুয়া
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।