করোনা বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩০ লাখ ছাড়াল
করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিসেবে আগেই উঠে এসেছিল যুক্তরাষ্ট্রের নাম। এবার প্রথম দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়াল দেশটিতে। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলের চেয়ে রোগীর সংখ্যায় প্রায় দ্বিগুণ এগিয়ে যুক্তরাষ্ট্র। এছাড়া আর কোনও দেশ তাদের ধারেকাছেও নেই।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৯ হাজার ৬১১ জন। মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৫৯৪ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৯ লাখ ৩৬ হাজার মানুষ।
মার্কিন অঙ্গরাজ্যগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নিউইয়র্কে। সেখানে অন্তত ৩২ হাজার ২৪৩ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। এরপর নিউজার্সিতে ১৫ হাজার ২৮১ জন, ম্যাসাচুসেটসে ৮ হাজার ২১৩ জন, ইলিনয়েসে ৭ হাজার ২৭৩ জন মারা গেছেন করোনায়।
গত কয়েকদিন থেকেই যুক্তরাষ্ট্রে অনেকটা লাগামহীনভাবে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন; যা এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময় প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ১১৪ জন।
এর আগে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৫৫ হাজার ২২০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন গত ২ জুলাই।
যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস। এ দু’টি অঙ্গরাজ্যের প্রতিটিতে দৈনিক ১০ হাজারের বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হচ্ছেন।
সূত্র: বিবিসি
কেএএ/