১৮ ঘণ্টারও বেশি বাড়িতেই পড়ে রইলেন করোনা আক্রান্ত বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৮ আগস্ট ২০২০

মৃত্যুর ১৮ ঘণ্টার বেশি সময় ধরে বাড়িতেই পড়ে রইল করোনা আক্রান্ত বৃদ্ধার দেহ। ১২ ঘণ্টা পর মিলেছে ডেথ সার্টিফিকেট। স্বাস্থ্য অধিদতর, পুলিশ, পৌরসভাসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ জানিয়েছে পরিবার।

জানা গেছে, ভারতের বাগুইআটির কেষ্টপুরের তিন নম্বর সমরপল্লীর বাসিন্দা উষারানি মণ্ডল। বয়স ৭৫ বছর। তিনি গত ৪-৫ দিন ধরে জ্বর, সর্দি-কাশির উপসর্গ নিয়ে ভুগছিলেন। স্থানীয় একজন ডাক্তারকে দেখানো হয়। তার পরামর্শেই করোনা পরীক্ষা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে।

তারপর পজিটিভ রিপোর্ট নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেও ভর্তি করা যায়নি। অভিযোগ, সরকারি থেকে বেসরকারি সব হাসপাতাল বেড নেই বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। ফলে বাড়িতেই বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়ে বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হওয়ার পর ডেথ সার্টিফিকেট পেতেও সমস্যা দেখা দেয়। পরে শুক্রবার সকালে ডেথ সার্টিফিকেট পাওয়া যায়।

এরপর দেখা দেয় সৎকারে সমস্যা। অভিযোগ, স্বাস্থ্য ভবন, বাগুইআটি থানার পুলিশ, পৌরসভাসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ। অবশেষে মৃত্যুর ১৮ ঘণ্টারও বেশি সময় পর পুলসভা ও পুলিশের সহযোগিতায় মৃতদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে।

এর আগেও এই ধরনের একাধিক অমানবিক ঘটনার সাক্ষী শহর ও শহরতলী। কিছুদিন আগে প্রায় ১৪ ঘণ্টা বাড়িতে পড়ে ছিল করোনা আক্রান্ত বৃদ্ধের দেহ। ঘটনাটি ঘটেছিল বেহালার সাহাপুরে।

এখানেও অভিযোগ, স্থানীয় কাউন্সিলর ও স্বাস্থ্যভবনে বারবার যোগাযোগ করেও কোনও সাড়া পায়নি ওই পরিবার। প্রায় ১৪ ঘণ্টা পর ওই বাড়িতে যায় স্থানীয় থানার পুলিশ। অবশেষে পৌরসভা ও পুলিশের সহযোগিতায় সৎকারের ব্যবস্থা করা হয়।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।