যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ২ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ জন। আক্রান্ত হয়েছেন অন্তত ৬৯ লাখ ৬১ হাজার ২১১ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ১৫ হাজার ৯৭৪ জন।

দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলসে। সেখানে এ পর্যন্ত ২ লাখ ৬১ হাজারের বেশি আক্রান্ত ও ৬ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুইন্সে মারা গেছেন ৬ হাজার ১৭ জন।

বিশ্বের মধ্যে সর্বাধিক করোনায় আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। তালিকায় এর পরেই রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া ও কলম্বিয়া।

ভারতে ৫৫ লাখ, ব্রাজিলে ৪৫ লাখ, রাশিয়ায় ১১ লাখ ও কলম্বিয়ায় ৭ লাখ ৭০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি ব্রুকলিন ইনস্টিটিউটের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির প্রথম ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যু কমার পর গত জুন থেকে তা আবারও বাড়তে শুরু করেছে। বিশ্বের যেকোনও প্রধান অর্থনীতির তুলনায় যুক্তরাষ্ট্রে করোনার স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছে সংস্থাটি।

সূত্র: দ্য গার্ডিয়ান
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।