দিল্লিতে একদিনে ৩৩৭২ জনের করোনা শনাক্ত
ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের সংক্রমণ আবারও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে ৩ হাজার ৩৭২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এতে মৃত্যু হয়েছে আরও ৪৬ জনের।
সবমিলিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পর্যন্ত দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৬৭ হাজার ৮২২ জনে দাঁড়িয়েছে। করোনায় এখনও পর্যন্ত দিল্লিতে ৫ হাজার ১৯৩ জনের মৃত্যু হয়েছে।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার কিছুদিনের মধ্যেই দিল্লির এ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছিল। প্রতিদিন লাফিয়ে বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের ঊর্ধ্বগতি দেখে দুশ্চিন্তায় পড়ে যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তৎপরতার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মতো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দফায়-দফায় বৈঠক শুরু করেন অমিত শাহ। করোনা মোকাবিলা নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি হয়।
চিকিৎসার ব্যবস্থাসহ একাধিক পরিকল্পনার ফলও মেলে দ্রুত। কয়েক মাসের মধ্যেই দিল্লির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে গত কয়েক সপ্তাহে দিল্লিতে ফের করোনাভাইরাস চোখ রাঙানি শুরু করেছে। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
শনিবার একদিনে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে দিল্লি প্রশাসনের। পরিস্থিতি মোকাবিলায় আরও কী কী পদক্ষেপ করা যায় তা নিয়ে চলছে আলোচনা।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। শনিবার রাত পর্যন্ত ওয়ার্ল্ডো মিটারের দেয়া তথ্য অনুযায়ী দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৭৯ হাজার ১৯৭ জনে। তবে একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। দেশে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছে ৪৯ লাখ ২৬ হাজার ২৬৮ জন। দশটিতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৪৩৩ জনের।
এমএসএইচ