মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৭ অক্টোবর ২০২০

মালয়েশিয়ায় মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। শনিবার নতুন করে ৮৬৯ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে; যা দেশটিতে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মালয়েশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।

চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদন অনুযায়ী দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক নূর হিশাম আবদুল্লাহ জানিয়েছেন, নতুন আক্রান্তরা সবাই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। গত একদিনে যাদের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে এর মধ্যে ৭৪৫ জন মালয়েশিয়ার নাগরিক এবং ১২৪ জন এ দেশের নাগরিক নন।

গত ২৪ ঘণ্টায় দেশটির সাবাহ রাজ্যে সবচেয়ে বেশি ৪৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবারের চেয়ে শনিবার সংক্রমণ হঠাৎই অনেকটা বেড়েছে। ওইদিন শনাক্ত হয়েছিল ৬২৯ জন। এ ছাড়া শনিবার কোভিড-১৯ আক্রান্ত আরও চার রোগীর মৃত্যুর পর মালয়েশিয়ার করোনায় মোট মৃত্যু এখন ১৮০।

সম্প্রতি ভাইরাসটির সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু এলাকায় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানী কুয়ালামপুর ছাড়াও রয়েছে পুত্রজায়া ও শিলানগর। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত এসব এলাকায় চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ থাকবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত ১৯ হাজার ৬২৭ জন মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে বর্তমানে আক্রান্ত রয়েছেন এমন ৯১ জন রোগীর চিকিৎসা চলছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এর মধ্যে ত্রিশ জনকে কৃত্রিমভাবে অক্সিজেন দেয়ার প্রয়োজন পড়ছে।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।