ইমরান খানের বিশেষ সহকারী সানিয়ার করোনা পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ এএম, ২১ অক্টোবর ২০২০

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতার (৫৭) করোনা পজিটিভ হয়েছেন। বিষয়টি টুইট করে নিশ্চিত করেছেন নিশতার। জানিয়েছেন, করোনার দেওয়া নমুনায় সোমবার তার ফল পজিটিভ এসেছে।

সানিয়া নিশতারের করোনার সামান্য উপগর্স ছিল। সেজন্য তিনি নমুনা দিয়েছিলেন। ফল পজিটিভ আসায় স্বেচ্ছায় আইসোলেশনে আছেন এবং বাসা থেকেই কাজ চালিয়ে যাবেন বলে চিকিৎসক, লেখক এবং পাকিস্তান প্রধানমন্ত্রীর দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক সুরক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিশতার টুইটে উল্লেখ করেছেন।

এর আগে কভিড-১৯ পজিটিভ এসেছিলেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান। এছাড়া গত শুক্রবার পাঞ্জাব প্রদেশের দুই মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন- খাদ্যমন্ত্রী ও পিটিআই নেতা আবদুল আলিম খান এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী মিয়া আসলাম ইকবাল।

করোনা উপসর্গ দেখা দেওয়ার দুই-একদিন আগে কিংবা পরে সানিয়া নিশতার প্রধানমন্ত্রী ইমরান খানের সংস্পর্শে এসেছিলেন কি-না তা অবশ্য জানা যায়নি।

এরই মধ্যে পাকিস্তানে করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হওয়ার আভাস পাওয়া গেছে। করোনায় সুরক্ষা নীতি না মানায় চলতি সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্তের হার ১৪০ শতাংশ বেড়ে গেছে বলে দাবি করে টুইট করেছেন দেশটির কেবিনেট মন্ত্রী আসাদ ওমর।

তিনি লিখেছেন, মানুষ সামাজিক দূরত্ব না মানলে আমরা নতুন করে জীবন ও জীবিকা হারাব।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।