দ. আফ্রিকায় প্রতি দশজনে চারজনের বিশ্বাস করোনার হুমকি অতিরঞ্জিত

ফারুক আস্তানা
ফারুক আস্তানা ফারুক আস্তানা , দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি দক্ষিণ আফ্রিকা
প্রকাশিত: ০২:৩৩ এএম, ২৪ অক্টোবর ২০২০

দক্ষিণ আফ্রিকার সাধারণ নাগরিকদের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে অবিশ্বাস কাজ করছে। তারা মনে করেন, করোনার যে সংক্রমণ বা হুমকির কথা বলা হচ্ছে তা অতিরঞ্জিত।

জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ আফ্রিকা হিউম্যান সায়েন্সেস রিসার্চ কাউন্সিলের (এইচএসআরসি) কোভিড-১৯ নিয়ে একটি মুক্ত জরিপে এ তথ্য উঠে আসে। জরিপে অংশগ্রহণ করেন আট হাজার আফ্রিকান এবং তারা সবাই প্রাপ্তবয়স্ক।

শুক্রবার এইচএসআরসির নির্বাহী পরিচালক অধ্যাপক নারনিয়া বোহলার মুলার জোহানেসবার্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য জানান।

করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে ভয় কমেছে বলে জানান এই অধ্যাপক। এছাড়া তিনি বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণ (সেকেন্ড ওয়েভ) শুরু হয়ে গেছে। এজন্য মাস্ক পরার পরামর্শ দেন তিনি। তা নাহলে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে সতর্ক করে দেন।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ১৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় ১০২ জন মারা গেছেন।

এ পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। এরমধ্যে ৯০ ভাগের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।