যুক্তরাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ৭৭ হাজারের বেশি

কৌশলী ইমা কৌশলী ইমা , যুক্তরাষ্ট্র প্রতিনিধি নিউইয়র্ক
প্রকাশিত: ০৪:৩৫ এএম, ২৪ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে একদিনে শনাক্তের নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে একদিনে নতুন করে ৭৭ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার দেশটিতে করোনাভাইরাসে ৭৭ হাজার ৬৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯২১ জনের।

এনবিসি নিউজের দেয়া তথ্যমতে, এর আগে গত ২১ জুলাই যুক্তরাষ্ট্রে ৭৫ হাজার ৭২৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল। যে সংখ্যাকে ছাড়িয়ে গেছে বৃহস্পতিবারের করোনা শনাক্ত।

এদিকে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য বলছে, দেশটিতে এ পর্যন্ত ৮.৪ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর দুই লাখ ২৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।