‘সার্কিট ব্রেকার’ লকডাউনে যাচ্ছে দ. অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৮ নভেম্বর ২০২০

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে ৬ দিনের ‘কঠোর’ লকডাউনে যাচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়া। দেশটির এ রাজ্যে গত রোববার (১৫ নভেম্বর) একজনের করোনায় আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত ৩৬ জন শনাক্ত হয়েছেন। এটি গত ৬ মাসের মধ্যে রাজ্যটিতে স্থানীয়ভাবে প্রথম কমিউনিটি সংক্রমণ।

এ বিষয়ে রাজ্যের কর্তৃপক্ষ বলছে, ‘শুরুতেই এর সংক্রমণ রোধে সার্কিট ব্রেকার ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল।’

তবে ৩৬ জনের আক্রান্তের খবরে ‘সার্কিট ব্রেকার’ লকডাউনে যাওয়াকে ছোট সমস্যার বড় সমাধান হিসেবে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।

বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাত থেকে এ লকডাউন কার্যকর হবে। মাত্র এক সপ্তাহ আগেই করোনার দ্বিতীয় ঢেউ প্রতিহত করতে এর প্রতিবেশী রাজ্য ভিক্টোরিয়াতেও লকডাউন জারি করা হয়।

যদিও করোনার শুরু থেকেই অস্ট্রেলিয়া এর প্রতিরোধে যথার্থই ভূমিকা রেখেছিল। দেশটির রাজ্যেগুলোর প্রধানরাও নিয়েছিলেন কার্যকরী পদক্ষেপ। ভাইরাসের সংক্রমণ রোধে দেশটিতে বন্ধ রাখা হয়েছিল ব্যবসা প্রতিষ্ঠান, সীমান্ত এলাকাসহ জনসমাগম।

এ বিষয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজ্য প্রধান স্টেপেন মার্শাল বলেছেন, ‘ভাইরাসের সংক্রমণ রোধে আবারও চ্যালেঞ্জ নিতে হবে। এটার (করোনার দ্বিতীয় ঢেউ) শুরুতেই আমাদের সার্কিট ব্রেকার প্রয়োজন। বয়স্ক, অসহায়সহ আমাদের পুরো সম্প্রদায়কে রক্ষা করতে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।’

এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।