যুক্তরাষ্ট্রে মাস্ক পরতে না চাওয়ায় যুবক গ্রেফতার

কৌশলী ইমা কৌশলী ইমা , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০২ ডিসেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি সুপার মার্কেটে ঢুকে মাস্ক পরতে না চাওয়ায় ক্রিস্টোফার বার্নস নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সন্ধায় কানেকটিকাটের ক্যানটারবুরি শহরের বেটার ভ্যান ইউ নামের সুপার মার্কেটে কেনাকাটা করতে যান ক্রিস্টোফার বার্নস। দোকানের ভেতরে ঢোকার সময় তার মুখে মাস্ক ছিল না। এটা দেখে দোকানের কর্মীরা তাকে মাস্ক পরতে অনুরোধ জানায়। কিন্তু তা অস্বীকার করেন তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্রিস্টোফার বার্নসকে মাস্ক পরে অনুরোধ করে পুলিশ। কিন্তু তিনি আবারও মাস্ক পরতে অস্বীকার করেন।

পুলিশ জানায়, ওই দোকানের পরিচিত গ্রাহক বার্নসকে মাস্ক পরতে বলা হলে সেটা হাতে ধরে ছিলেন তিনি। দোকান থেকে বের হয়ে যেতে বললে সেটাও মানতে চান না তিনি। পুলিশকে নিজের নাম জানাতেও অস্বীকৃতি জানান।

এ সময় পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পুলিশের ডগ স্কোয়ার্ডসহ অনেক খোঁজাখুঁজির পর পরদিন রোববার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ক্যানটারবুরির হ্যানোভার রোডের বাসিন্দা ৩০ বছর বয়সী ক্রিস্টোফার বার্নসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। পুলিশ কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করায় দ্বিতীয় স্তরের শান্তি লঙ্ঘনের অপরাধ করেছিলেন বার্নস। তার জামিনে মুক্তির জন্য ২ হাজার ৫শ ডলার নির্ধারণ করা হয়। আগামী ৬ জানুয়ারির আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।