ক্যামেরার সামনে করোনার ভ্যাকসিন নিতে চান ওবামা-বুশ-ক্লিনটন
অডিও শুনুন
নাগরিকদের ভয় কাটাতে ও উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন ক্যামেরার সামনে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে চান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক এই তিন প্রেসিডেন্ট মনে করছেন, টেলিভিশন বা ক্যামেরার সামনে করোনার ভ্যাকসিন নিলে জনগণের মনে থাকা ভয় কেটে যাবে। এছাড়া ভ্যাকসিন নিতে উৎসাহী হবে তারা।
জর্জ ডব্লিউ বুশের চিফ অব স্টাফ ফ্রেডি ফর্ড বলেন, ভ্যাকসিনের প্রচারণা চালানোর ব্যাপারে কোনো সহায়তা করার আছে কি-না, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি ও হোয়াইট হাউজের করোনা মোকাবিলার সমন্বয়ক ড. ডেবোরাহ বির্কসের সঙ্গে কথা বলেছেন বুশ।
বিল ক্লিনটনের প্রেস সচিব অ্যাঞ্জেল উরেনা সিএনএন-কে বলেন, প্রচারের জন্য সবার সামনে সেচ্ছায় ভ্যাকসিন নিতে আগ্রহী তিনি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকরা যাতে ভ্যাকসিন গ্রহণ করে, সেজন্য ক্লিনটন তাদেরকে আহ্বান জানাবেন।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন, ড. অ্যান্থনি ফাউচি যদি তাকে বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন নিরাপদ, তাহলে তিনি সেটা বিশ্বাস করেন।
মার্কিন নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, যখন কম ঝুঁকিতে থাকা মানুষের জন্য টিকা উন্মুক্ত করা হবে, তখন আমি সেটা নেব। মানুষ যাতে বিশ্বাস করে আমি বিজ্ঞানে বিশ্বাসী, সে কারণে হয়তো সেটা টেলিভিশন বা ক্যামেরার সামনে নেব।’
এদিকে করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবন করেছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও মডার্না। তবে এটি নেয়ার ব্যাপারে জনগণের মনে সংশয় তৈরি হয়েছে। এক জরিপে দেখা গেছে, এক-তৃতীয়াংশ মার্কিনি করোনার ভ্যাকসিন নিতে আগ্রহী নয়। দুটি কোম্পানি দাবি করছে, তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর।
এমএসএইচ/এমএস