ছয় ভারতীয়র শরীরে করোনার নতুন স্ট্রেইন
অডিও শুনুন
যুক্তরাজ্য ফেরত ছয় ভারতীয় নাগরিকের শরীরে মিলেছে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন। করোনার নতুন স্ট্রেইন ঠেকাতে সব ধরনের সতর্ক অবস্থার মধ্যেই ছয়জনের শরীরে এর উপস্থিতি পাওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ভারতে।
দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনার নতুন স্ট্রেইনে আক্রান্তদের মধ্যে তিনজন বেঙ্গালুরুর, দুইজন হায়দরাবাদের ও একজন পুনের বাসিন্দা। তাদেরকে ইতোমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে।
যাদের শরীরে করোনার নতুন স্ট্রেইন মিলেছে তাদের সহযাত্রীদেরও খোঁজ শুরু হয়েছে।
ভারতে গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্য থেকে ৩৩ হাজার যাত্রী ফিরেছেন। যাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের শরীরের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’ জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে ছয়জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন।
করোনাভাইরাসের নতুন স্ট্রেইন নিয়ে বেশ চাপে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশসহ পুরো বিশ্ব। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশে নতুন করে লকডাউনও ঘোষণা করা হয়েছে। ভারত সরকারও যুক্তরাজ্য থেকে আসা সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে।
ইএ/জেআইএম