করোনার ভয়ে একাই বুকিং দিলেন পুরো ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০১ এএম, ০৯ জানুয়ারি ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে এবার বিমানের সব টিকিট একাই বুকিং দিলেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। নিজের স্ত্রীর সঙ্গে বালি যাওয়ার জন্য তিনি বাটিক এয়ারের সব টিকিট বুকিং দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, রিচার্ড মুলজাদি নামে ইন্দোনেশিয়ার জার্কাতার ওই বাসিন্দা নিজের স্ত্রীর সঙ্গে বালি যাওয়ার জন্য ‘বাটিক এয়ার’ বিমানসংস্থার একটি বিমানের সব টিকিট একাই কিনেছেন। দেশটির গণমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও এ কথা জানিয়েছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘আমরা চেয়েছিলাম, শুধু দু’জনই যেন বিমানে যাতায়াত করি। সেজন্য বিমানের যতগুলো সম্ভব টিকিট কেটে নিয়েছি। প্রাইভেট বিমান ভাড়া করার থেকে এতে অনেক কম অর্থ খরচ হয়।’ অবশ্য এর জন্য মুলজাদির ঠিক কত অর্থ ব্যয় করেছেন তা জানাননি তিনি।

Richard_Muljadi2

গণমাধ্যমের বরাত দিয়ে বাটিক এয়ার জানিয়েছে, ‘বিমানে আর কোনো যাত্রী ছিল না। ওই দম্পতি নিজেদের নামেই টিকিট কেটেছেন। অনেকেই আবার মনে করছেন, আসলে অন্য নামে হয়তো বাকি টিকিটগুলো কেটেছেন মুলজাদি।’

এই খবর সামনে আসতেই অনেকেই মুলজাদির এই কর্মকাণ্ডে অবাক হয়েছেন। যদিও এই প্রথম নয়, এর আগেও একবার খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। নিজের পোষা কুকুরের জন্মদিনে তাকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন। সেটার নম্বর প্লেটে খোদাই করা ছিল ওই কুকুরের জন্মদিনের তারিখ।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।