বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রমে ৪০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১

বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি ‘কোভ্যাক্স গ্লোবাল কোভিড-১৯ প্রোগ্রামে’ ৪০০ কোটি ডলার সহায়তার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার জি-৭ সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ সহায়তার কথা জানান তিনি।

হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে চলতি মাসের শেষ নাগাদ ২০০ কোটি ডলার ছাড় করা হবে এবং বাকি অর্থ আগামী দুই বছরে দেয়া হবে।

কোভ্যাক্সের মাধ্যমে সকল দেশের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ২০ শতাংশ লোকের জন্য করোনা টিকা সংগ্রহ ও বিতরণ করার উদ্যেগ নেয়া হয়েছে। কয়েকটি ধনী দেশের সহায়তায় দরিদ্র দেশগুলোতে এই টিকা সরবরাহ করা হচ্ছে।

‘যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের উদ্যোগে প্রথম অবদান রাখতে পেরে অত্যন্ত আনন্দিত’ উল্লেখ করে হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, আমরা মনে করি বিশ্বব্যাপী মহামারি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।