সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ১৩ মার্চ ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৩ মার্চ ২০২১

বিশ্বে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

২৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে ফ্লয়েডের পরিবার

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের পরিবারকে ২৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ। ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেনজামিন ক্রাম্প বলেছেন, ‘এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুর মামলার সবচেয়ে বড় একটি প্রাক-বিচার নিষ্পত্তি। এই ক্ষতিপূরণ একটি শক্তিশালী বার্তা দেয় যে, কালো জীবনগুলোও গুরুত্বপূর্ণ এবং এই রঙের মানুষের বিরুদ্ধে পুলিশের বর্বরতার অবসান ঘটাতে হবে।’

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ৬

মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কমপক্ষে ৬ জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। ১৯৮৮ সালে সামরিক বাহিনীর গুলিতে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় বিদ্রোহ শুরু হয়। ওই ছাত্রের মৃত্যুবার্ষিকী পালন করতে বিভিন্ন সংস্থার কর্মীরা একত্রিত হয়েছিলেন।

নিউইয়র্কের গভর্নরের বিরুদ্ধে ৭টি যৌন হয়রানির অভিযোগ, পদত্যাগ দাবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ উঠছে। এখন পর্যন্ত ৭ জন নারী তার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। ফলে তার পদত্যাগের দাবিতে সরব হয়েছেন সিনেটররা। কুয়োমোর রাজনৈতিক সহচর চাক শুমার এবং কির্স্টেন গিলিব্র্যান্ডের মতে, কুয়োমো নিউইয়র্কবাসীর ‘আস্থা হারিয়েছেন’। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিউইয়র্ক গভর্নর। একই সঙ্গে তিনি পদত্যাগ করতেও অস্বীকৃতি জানিয়েছেন।

শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে বোরকা, বন্ধ হবে মাদরাসাও

নারীদের বোরকা পরিধান নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কার সরকার। এছাড়া বন্ধ করে দেয়া হবে এক হাজারেরও বেশি মাদরাসা। দেশটির এক মন্ত্রী শনিবার এ কথা জানান। জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ ভিরাসেকারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় নিরাপত্তাজনিত’ কারণে মুসলিম নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করতে শুক্রবার তিনি ক্যাবিনেটের অনুমোদনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছেন। মন্ত্রী আরও বলেন, সরকার এক হাজারেরও বেশি মাদরাসা বন্ধ করে দেয়ার পরিকল্পনা নিয়েছে। এসব মাদ্রাসা শ্রীলঙ্কার জাতীয় শিক্ষানীতি অনুসরণ করছে না বলে উল্লেখ করেন তিনি।

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৮, আহত অর্ধশতাধিক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের একটি পুলিশ স্টেশনের কাছে একটি শক্তিশালী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন নিহত এবং আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র রফিক শেরজাই বলেন, দুর্ঘটনায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাই আশঙ্কা করা হচ্ছে যে, শুক্রবারের ওই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার থেকে ফের প্রচারণায় নামার ঘোষণা মমতার

চিকিৎসকদের পরামর্শ খানিকটা উপেক্ষা করেই সোমবার (১৫ মার্চ) থেকে ফের নির্বাচনী প্রচারণায় নামতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক থাকলে ঝাড়গ্রাম জেলা থেকে তার সফর শুরু হবে। হুইলচেয়ারে বসেই প্রচারণার কাজ চালাবেন তিনি। সফরে নামার আগে রোববার (১৪ মার্চ) বাড়ি থেকেই তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন মমতা। বৃহস্পতিবার ইশতেহার প্রকাশের কথা থাকলেও তার আকস্মিক দুর্ঘটনার কারণে কর্মসূচিতে পরিবর্তন আনতে হয়।

ইতালিতে ফের করোনার ঢেউ, স্কুল-রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা

চীনে উৎপত্তি হলেও ২০২০ সালজুড়ে করোনাভাইরাসের ভয়াবহতা দেখেছে ইউরোপের দেশ ইতালি। গত বছরের নভেম্বরের শেষ দিকে দেশটির সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে গেল ছয় সপ্তাহ ধরে আবারও করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। দেশটিতে এখন নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছেই। প্রতিদিন ২৫ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছেন। মারা যাচ্ছেন তিনশ’রও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে করোনার নতুন ঢেউয়ের শঙ্কার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

অক্সফোর্ডের ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যালোচনা করবে ভারত

ইউরোপের কয়েকটি দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ায় বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আগামী সপ্তাহ থেকে এই কাজ শুরু হবে বলে শনিবার জানিয়েছেন করোনাভাইরাস সংক্রান্ত ভারতের জাতীয় টাস্কফোর্সের সদস্য এনকে অরোরা। পর্যালোচনার কাজ শুরুর কথা বললেও অরোরা আশ্বাস দেন, এই মুহূর্তে ওই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই।

কাজাখস্তানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত

কাজাখস্তানে একটি অ্যান-২৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার রাজধানী নুর-সুলতান থেকে ছেড়ে যাওয়া বিমানটি আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনের মধ্যে চারজন মারা যান। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভূমধ্যসাগরে জলদস্যুর কবলে ইরানি জাহাজ

ভূমধ্যসাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। গত বুধবার এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার (১২ মার্চ) দেশটির রাষ্ট্র পরিচালিত শিপিং কোম্পানি এ তথ্য জানিয়েছে। জাহাজটি ইরান থেকে ইউরোপে যাচ্ছিল। হামলার পর জাহাজের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়। পরে এটি আবার গন্তব্যের দিকে যাত্রা করেছে।

এমকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।