ট্রাম্পের নতুন অভিযোগ

‘মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ ফাইল ছবি: এএফপি

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মাদুরো নাকি তার ‘নাচের ভঙ্গি’ নকল করার চেষ্টা করতেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘তিনি (মাদুরো) সেখানে উঠে দাঁড়িয়ে আমার নাচটা একটু নকল করার চেষ্টা করেন।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনার জন্ম দেয়।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক প্রতিবেদনের প্রেক্ষাপটে এসেছে, যেখানে বলা হয়েছে—সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাদুরোর নিয়মিত জনসমক্ষে নাচ ও উদাসীন ভঙ্গি হোয়াইট হাউজের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, ‘নো ওয়ার, ইয়েস পিস’ স্লোগানের টেকনো রিমিক্সে মঞ্চে নাচসহ বিভিন্ন কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও পদত্যাগের দাবিকে উপহাস করার সামিল বলে মনে করেছে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন>>
ব্যক্তিগত নিরাপত্তায় কেন বিদেশি রক্ষী রেখেছিলেন মাদুরো?
মাদুরোর স্ত্রীকেও কেন ধরে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র?
মাদুরো সরকারের অন্য সদস্যদের কেন ধরতে যায়নি যুক্তরাষ্ট্র?

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা যায়, ভেনেজুয়েলার সাবেক নেতা হুগো শ্যাভেজও সমাবেশে প্রায়ই নাচতেন। তবে ট্রাম্পের দল মনে করে, মাদুরোর সাম্প্রতিক আচরণ যুক্তরাষ্ট্রের অবস্থানকে তাচ্ছিল্য করার ইঙ্গিত দেয়।

এর মধ্যেই গত শনিবার ভেনেজুয়েলায় আচমকা হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের বাহিনী। ওই অভিযানে বহু মানুষের প্রাণহানি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হলেও ভেনেজুয়েলার সরকার কাঠামোগতভাবে বহাল রয়েছে।

ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে মাদুরোর শুনানির পরদিন ট্রাম্পের এই মন্তব্য এলো। একই অনুষ্ঠানে ট্রাম্প আরও অভিযোগ করে বলেন, মাদুরো সহিংস এবং নির্যাতনের সঙ্গে জড়িত। তবে এসব দাবির পক্ষে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

উল্লেখ্য, সমাবেশে ‘ওয়াইএমসিএ’ গানসহ বিভিন্ন সুরে ট্রাম্পের নাচ নিয়েও আগে সমালোচনা হয়েছে। যদিও তার সমর্থকেরা এসব নাচের ভঙ্গিকে প্রশংসা করেছেন এবং অনুকরণও করেছেন। ট্রাম্প জানান, তার স্ত্রী মেলানিয়া এসব নাচ মোটেও পছন্দ করেন না এবং একে ‘অপ্রেসিডেন্সিয়াল’ বলে মনে করেন। তবে ট্রাম্পের ভাষ্য, সমাবেশে উপস্থিত মানুষজন তার নাচ দেখতে উদ্দীপ্ত থাকেন।

সূত্র: দ্য গার্ডিয়ান
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।