পশ্চিমবঙ্গে করোনা শনাক্তের নতুন রেকর্ড

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার রাজ্যটিতে প্রায় ছয় হাজার জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর আগে মঙ্গলবার যা ছিল ৪ হাজার ৮০০।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ রাজ্যে সংক্রমণের হার অস্বাভাবিকভাবে বেড়ে ১৩ শতাংশের উপরে চলে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি যে কপালে ভাঁজ ফেলে দেয়ার মতো তা মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৪৬৩টি। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৯২ জন, যা করোনাকালের মধ্যে সবচেয়ে বেশি। সর্বোচ্চ সংক্রমিত কলকাতায়, ১ হাজার ৬০১ জন। এর পরে থাকা উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭৭ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬ লাখ ৩০ হাজার ১১৬ জন।
সোমবার করোনা সংক্রমণের হার ছিল ১২.১৫ শতাংশ। মঙ্গলবার তা কমে হয় ১১.৩৬ শতাংশ হয়। তবে বুধবার সেটি হয়েছে ১৩.৫৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২৪ জন করোনা আক্রান্তের। এর ফলে রাজ্যে করোনায় মারা গেলেন মোট ১০ হাজার ৪৫৮ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগনা- এই দুই জেলার সাতজন করে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২৯৭ জন। এর ফলে রাজ্যে এখন মোট সুস্থের সংখ্যা ৫ লাখ ৮৭ হাজার ৩৭ জন।
রাজ্য স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনার টিকা নিয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭২৭। এ নিয়ে রাজ্যে মোট ৮৩ লাখ ৪৫ হাজার ৭৫৩ জনকে কোভিড-১৯ টিকা দেয়া হলো।
এমআরআর/জেআইএম