সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ১৬ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৬ এপ্রিল ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত আট, আহত অনেক

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক পণ্য ডেলিভারি সংস্থা ফেড-এক্সের একটি স্থাপনায় এ হামলা হয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

ছায়া সরকার গঠন করলেন মিয়ানমারের উৎখাত হওয়া এমপিরা

মিয়ানমারের জান্তাকে ক্ষমতা থেকে বহিষ্কারের লক্ষ্যে আত্মগোপনে কাজ করা একটি ‘সংসদ’ নতুন একটি ছায়া সরকারের নাম ঘোষণা করেছে। আটক হওয়া নেত্রী অং সান সু চিকে প্রধান হিসেবে রেখে এই সরকারে জাতিগত সংখ্যালঘু রাজনীতিবিদদেরও রাখা হয়েছে। দ্য কমিটি রিপ্রেজেন্টিং পিড্যাংসু লুটাও (সিআরপিএইচ) নামে মিয়ানমারের আইনপ্রণেতাদের এক গোষ্ঠী একটি ছায়া সংসদ পরিচালনা করে আসছে। এর অধিকাংশ সদস্যই অং সান সু চির রাজনৈতিক দলের। শুক্রবার গোষ্ঠীটি তাদের সরকারের নেতাদের নাম ঘোষণা করে।

কুম্ভমেলায় ৩০ সাধুসহ ২১৬৭ জনের করোনা শনাক্ত

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে চলছে কুম্ভমেলা। এতে অংশ নেয়া ৩০ সাধুসহ গত ৫ দিনে ২ হাজার ১৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন ভারতীয় সাধুদের সর্বোচ্চ সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহান্ত নরেন্দ্র গিরি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিদ্বারের প্রধান মেডিকেল অফিসার ড. শম্ভু কুমার (এসকে) ঝাঁ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সম্মতি থাকলেও কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ, আইন ফ্রান্সে

১৫ বছরের কম বয়সী মেয়ের সম্মতি নিয়ে যৌন সম্পর্ক করলেও সেটি ধর্ষণ বলে গণ্য করবে ফ্রান্স। সম্প্রতি এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে দেশটিতে। এতদিন ফ্রান্সে নারীদের ক্ষেত্রে সম্মতিসূচক শারীরিক সম্পর্কের বয়স ছিল ১৫ বছর। যদি এর চেয়ে কম বয়সী কেউ ধর্ষণের শিকার হতো, তাহলে অভিযুক্তের আইনজীবী সেই ঘটনাকে সম্মতিসূচক সহবাস প্রমাণের চেষ্টা করতে পারতেন। এর মাধ্যমে অনেক ধর্ষণের ঘটনাই সম্মতিপূর্ণ সহবাস হিসেবে প্রতিষ্ঠিত করে অভিযুক্তরা শাস্তি এড়িয়ে যেতেন। কিন্তু নতুন আইনের ফলে ওই সুযোগ আর থাকছে না।

হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইয়ের কারাদণ্ড

হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৯ সালে গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় অনুমোদনবিহীন সমাবেশে অংশ নেয়ার দায়ে শুক্রবার তাকে এই শাস্তি দেয়া হয়। হংকংয়ের জেলা আদালতের বিচারক আমান্ডা উডকক জিমি লাইকে ১৫ মাসের কারাদণ্ড দেন। এই শাস্তি ৩ মাস কমিয়ে ১২ মাস করা হয়। ৭৩ বছর বয়সী জিমি লাই হংকংয়ের অ্যাপল ডেইলি পত্রিকার প্রতিষ্ঠাতা। এই পত্রিকাটি বেইজিংয়ের কট্টর সমালোচক।

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু

নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের কয়েকদিন পর ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি। রোববার ঘটা এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। শুক্রবার আলি আকবর সালেহি বলেছেন, ‘আমরা ঘণ্টায় নয় গ্রাম করে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছি। তবে এটি কমিয়ে ঘণ্টায় ৫ গ্রাম সমৃদ্ধকরণের জন্য আমরা কাজ করছি।’

‘ইইউ সম্ভবত অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি নবায়ন করবে না’

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্ভবত অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে করোনাভাইরাস ভ্যাকসিন সরবরাহের চুক্তি নবায়ন করবে না। ফরাসি শিল্পমন্ত্রী অ্যাগনেস প্যানিয়ের-রুনাশের শুক্রবার এ কথা বলেছেন। অ্যাস্ট্রাজেনেকার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান ফরাসি মন্ত্রী। তবে তিনি বলেন, ‘অ্যাস্ট্রাজেনেকার আর কোনো ডোজ অর্ডার না দেয়ার সম্ভাবনা খুব বেশি।’

বাগদাদে গাড়িবোমা হামলায় চারজন নিহত, আহত ২০

ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার দেশটির সাদর শহরতলীতে একটি সেকেন্ড-হ্যান্ড পণ্যের বাজারের সামনে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। ইরাকি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এসময় আশপাশে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। তবে সাদর শহরতলীর মেডিক্যাল কর্মীরা হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন।

ফের রেকর্ড ভাঙল ভারত, শনাক্ত ২ লাখ ১৭ হাজার

করোনাভাইরাস সংক্রমণে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ২ লাখ পেরিয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। যা এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭।

করোনায় বন্ধ তাজমহলসহ ভারতের হাজারো দর্শনীয় স্থান

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে শুক্রবার থেকে সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেছে দেশটির আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআইয়ের অধীনে থাকা কলকাতা শহরের একাধিক দর্শনীয় স্থান। এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিরলা প্লানেটোরিয়াম, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলো। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশেই এএসআই-এর অধীনে থাকা সকল মিউজিয়াম, স্মৃতিসৌধ আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়।

এমকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।