করোনা সংক্রমণ রোধে বিহারে রাত্রিকালীন কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ এএম, ১৯ এপ্রিল ২০২১

ভারতের বিহারে জারি করা হলো রাত্রিকালীন কারফিউ। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে। গত ২৪ ঘণ্টায় বিহারে আক্রান্তের সংখ্যা প্রায় ৮ হাজার ছুঁয়েছে। মৃত্যু হয়েছে ৩৪ জনের। এ পরিস্থিতিতে কঠোর হচ্ছে স্থানীয় প্রশাসন।

বিহার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে সিনেমা হল, প্রেক্ষাগৃহ, শপিং মল ও পার্ক। বিকেল ৫টার পর বন্ধ থাকবে সব সরকারি ও বেসরকারি অফিস এবং ধর্মীয় স্থান।

যেসব জায়গায় আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে আলাদা করে ‌‌‌সংক্রমণ জোন হিসেবে চিহ্নিত করে রাখবে বিহার সরকার। প্রতিটি জেলায় তৈরি হবে কোয়রেন্টাইন সেন্টার। প্রধান শহর ও শহরতলির যেসব আক্রান্ত মানুষ বাড়িতে আইসোলেশনে থাকতে পারছেন না, তারা এই সেন্টারে থাকতে পারবেন।

বিয়ে, শ্রাদ্ধ ও অন্যান্য জমায়েতে লোক সংখ্যা ১০০-এর বেশি করা যাবে না। ভিড় হয় এমন স্থানে জেলা প্রশাসনকে ১৪৪ ধারা জারি করারও নির্দেশ দিয়েছে বিহার সরকার। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার বিষয়ে ছাড় থাকবে।

পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের একমাসের বেতন আগাম দেয়া হবে।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।