যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রাপ্তবয়স্ক অন্তত এক ডোজ টিকা নিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৯ এপ্রিল ২০২১

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যে দেখা গেছে, দেশটির অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি করোনাভাইরাস ভ্যাকসিনের অন্তত এক ডোজ নিয়েছেন। খবর এএফপির।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সী প্রায় ১৩ কোটি মানুষ ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নিয়েছেন। এই সংখ্যাটি দেশটির মোট প্রাপ্তবয়স্কদের ৫০.৪ শতাংশ।

এছাড়া ৮ কোটি ৪০ লাখ মানুষ ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছেন যা মোট প্রাপ্তবয়স্কদের ৩২.৫ শতাংশ।

বিশ্বে ভ্যাকসিন কর্মসূচির অন্যতম নেতৃত্বস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি দেশটিতে করোনা সংক্রমণ আবার বেড়ে গেছে। এ প্রেক্ষিতে মহামারি বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও ‘অনিশ্চিত অবস্থানে’ রয়েছে।

ভ্যাকসিন প্রয়োগে গতি আনতে হোয়াইট হাউসের প্রচেষ্টা একটি ধাক্কা খেয়েছে যখন স্বাস্থ্য কর্মকর্তারা জানান, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিয়ে ছয়জন নারী রক্ত জমাট বাঁধার সমস্যায় ভুগছেন।

ফাউসি এবিসি চ্যানেলে জানান, জে অ্যান্ড জে’র ভ্যাকসিন স্থগিত করা হবে কিনা সেই সিদ্ধান্ত সরকারের নির্বাচিত বিশেষজ্ঞ প্যানেল আগামী শুক্রবারের মধ্যে জানাবেন।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমরা এটি প্রয়োগে ফিরে আসব।’ তিনি আরও বলেন, হয়তো এই ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ বা সতর্কতা দেয়া হতে পারে।

সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ফাইজার ভ্যাকসিনের ১০ কোটি ৯ লাখ, মডার্নার ৯ কোটি ২০ লাখ এবং জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের ৭৯ লাখ ডোজ প্রয়োগ করা হয়েছে।

এমকে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।