পশ্চিমবঙ্গে প্রতি তিনজনের পরীক্ষায় একজন করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২২ এএম, ২৭ এপ্রিল ২০২১
ছবি : ইন্ডিয়া টুডে

ভারতের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও করোনা ভয়াবহ রূপ নিয়েছে। এই রাজ্যে প্রতি তিনজনের করোনা পরীক্ষায় একজন আক্রান্ত ধরা পড়ছে।

সেই সঙ্গে নতুন করে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ফের ১৬ হাজারের কাছাকাছি পৌঁছেছে। রাজ্যটিতে করোনায় মৃত্যুর সংখ্যা মোট ১১ হাজার ৯ জন হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৬৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩২ দশমিক ৯৩ শতাংশ।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৯৯২ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৫৯ হাজার ৯৪২ জন হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গেও টিকাদান কর্মসূচি চলছে। তবে গত ২৪ ঘণ্টায় তা অনেকটাই কমেছে। এই সময়ের মধ্যে মাত্র ৩০ হাজার ৫৪১ জনকে টিকা দেয়া হয়েছে। সূত্র : আনন্দবাজার

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।