করোনায় বিপর্যস্ত পশ্চিমবঙ্গ : একদিনে মৃত্যু ৭৩, শনাক্ত ১৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৮ এপ্রিল ২০২১

ভারতের পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ব্যাপক হারে বেড়েছে। একইসঙ্গে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ৭৩ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এছাড়া দৈনিক সংক্রমণেও নতুন রেকর্ড হয়েছে। একদিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজারের সীমা ছাড়িয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৪০৩ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৬৪ জন। পরীক্ষা হয়েছে প্রায় ৫৫ হাজার করোনার নমুনা।

এদিকে অক্সিজেনের ঘাটতি মেটাতে কেন্দ্রীয় কন্ট্রোল রুম চালু করছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। দিন রাত ২৪ ঘণ্টা কাজ করবে এই কন্ট্রোল রুম।

স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, সরকারি-বেসরকারি যেকোনো হাসপাতালে অক্সিজেনের ঘাটতির সম্ভাবনা থাকলে তা জানাতে হবে কন্ট্রোল রুমকে। তারাই যত দ্রুত সম্ভব অক্সিজেনের ব্যবস্থা করবে। 

এদিকে পুরো ভারতে গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন। আর এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ১ হাজার ১৬৫ জনের। সূত্র : হিন্দুস্তান টাইমস

জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।