চারদিন পর ভারতে করোনা শনাক্ত ৪ লাখের নিচে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০২ এএম, ১০ মে ২০২১

অডিও শুনুন

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ হাজার ৭৫৪ জন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের।

এর ফলে দেশটিতে টানা চারদিন পর করোনা শনাক্ত ৪ লাখের নিচে নামল। টানা তিনদিন পর করোনায় মৃত্যু নেমেছে চার হাজারের নিচে।

সোমবার সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এসব তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর ফলে করোনায় দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনে। আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়াল ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনে।

দেশটিতে ৩০ এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা ৪ লাখের ওপরে যায়। এরপর শনাক্ত কিছুটা কমে আসলেও গত ৪ দিনে টানা চার লাখের বেশি ছিল।

এছাড়া বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে গত ৭ মে করোনায় একদিনে চার হাজার মৃত্যু হয়। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

তবে ভারতে একদিনে নমুনা পরীক্ষা এবং টিকাদানও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মোট ১৪ লাখ ৭৪ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৩ জনের।

অন্যদিকে, দেশটিতে আরও ৭ লাখ ৩৬ হাজার ৯৪০ জনকে টিকা দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১৭ কোটি ১ লাখ ৭৬ হাজার ৬০৩ জন টিকা পেয়েছেন ভারতে।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।