পশ্চিমবঙ্গে রেকর্ড ১৪৪ মৃত্যুর দিনে কমল শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৫ মে ২০২১

ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৪ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ১৩৭ জনে।

তবে টানা চার দিন পর রাজ্যে শনাক্ত ২০ হাজারের নিচে নেমেছে। এদিন নমুনা পরীক্ষা করা হয় ৬৬ হাজার ৫৬৩টি। একদিনে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৫১১ জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ১৪ হাজার ৩১৩ জনে।

শনিবার (১৫ মে) রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩৫ জন, কলকাতায় ৩০ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন, জলপাইগুড়িতে ৫ জন, দার্জিলিংয়ে ৬ জন, হুগলিতে ১৩ জন, হাওড়ায় ১১ জন, মুর্শিদাবাদে ৮ জন, বীরভূমে ৩ জন, জলপাইগুড়ি, নদিয়া ও বাকুড়ায় ৫ জন করে রোগী মারা যান। কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে একজন করে আক্রান্তের মৃত্যু হয়।

নতুন আক্রান্তদের মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪ হাজার ২৭৯ জন, কলকাতায় ৩ হাজার ৯৫১ জন, হাওড়ায় ১ হাজার ২৭৬ জন, হুগলিতে ১ হাজার ১৯৩ জন, দক্ষিণ ২৪ পরগনা ১ হাজার ২৫৭ জন, নদিয়া ১ হাজার ৩০ জন, দার্জিলিংয়ে ৬৬২ জন, পূর্ব মেদিনীপুরে ৭৫৩ দিন, পশ্চিম বর্ধমানে ৯৭৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৮২৯ জন।

সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে দুই সপ্তাহের কঠোর লকডাউন জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। গত ২৪ ঘণ্টায় টিকাদান হয়েছে ৪৩ হাজার ৪৫২ জন।

এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।