জরুরি ব্যবহারে চীনের সিনোভ্যাকের টিকাকে ছাড়পত্র দিল ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫ এএম, ০২ জুন ২০২১

চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি করোনা টিকাকে ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বের যেকোনো প্রান্তে এখন এটি জরুরিভিত্তিতে ব্যবহার করা যাবে।

ডব্লিউএইচও জানিয়েছে, ১৮ বছর বা তার থেকে বেশি বয়সের মানুষের শরীরে এই টিকা প্রয়োগ করা যাবে। এক্ষেত্রেও কোভিশিল্ডের মতো দুটি ডোজ নিতে হবে। তবে দুটি টিকার মধ্যে ব্যবধান থাকবে দুই থেকে চার সপ্তাহ। এই নিয়ে চীনের দ্বিতীয় টিকা জরুরি ব্যবহারের ছাড়পত্র পেল।

গত মাসে সিনোফার্ম প্রথম চীনা সংস্থা হিসাবে তাদের তৈরি করোনা টিকার ছাড়পত্র পায়। এছাড়া বিশ্বে এখন ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন, অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ব্যবহারের ছাড়পত্র রয়েছে। ডব্লিউএইচও প্রথম থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা টিকা পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘কোভ্যাক্স’ নামে একটি নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে পৃথিবীর দরিদ্র দেশগুলোর কাছে টিকা পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তাই যত টিকা তৈরি হবে এবং বিশ্বের দরবারে তাদের উপস্থিতি বাড়বে, ততই আরও বেশি মানুষ টিকা পাবেন। তাই চীনের টিকার ছাড়পত্র পাওয়ার ঘটনায় অনেকেই আশার আলো দেখছেন।

বিশ্বের ২২টি অঞ্চলে সিনোভ্যাকের টিকার পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, ব্রাজিল, চিলি, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডেও আংশিকভাবে এই টিকা ব্যবহারের ছাড়পত্র পেয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।