সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৬ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৬ জুন ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ফিলিস্তিনি জমজ আন্দোলনকর্মীকে আটক করল ইসরায়েলি বাহিনী

পুর্ব জেরুজালেমের শেখ জাররাহ থেকে ফিলিস্তিনি আন্দোলনকর্মী জমজ দুই ভাই-বোনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। আটক দুজনই শেখ জাররাহে চলমান ফিলিস্তিনি আন্দোলনের সামনের সারির কর্মী। জমজ দুই আন্দোলনকর্মীর নাম মুনা আল-কুরদ ও মোহাম্মদ আল কুরদ। আটক দুজনের বাবা নাবিল আল-কুরদ বলেন, শুরুতে ইসরায়েলি বাহিনী তাদের শেখ জাররাহের বাড়িতে অভিযান চালায়। এসময় তার মেয়ে মুনাকে আটক করে তারা। এছাড়া ফিলিস্তিনি নিউজ এজেন্সি ডব্লিওএএফএ জানায়, ইসরায়েলি পুলিশ মুনার ভাই মোহাম্মদকেও আটক করে। পরে তাদের আইনজীবী দুজনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ জাররাহ আন্দোলনের পেছনে দুজনের উস্কানি রয়েছে এমন অভিযোগে তাদের আটক করে ইসরায়েলি পুলিশ।

ক্ষমতার পালাবদল, সহিংসতার আশঙ্কা ইসরায়েলে

এক যুগের বেশি সময় ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন বেঞ্জামিন নেতানিয়াহু। দীর্ঘদিন ধরে নানাভাবে তিনি ক্ষমতা আকড়ে ধরে রেখেছেন। কিন্তু এবার দীর্ঘ সময়ের এ ক্ষমতা ছাড়তে হচ্ছে তাকে। এদিকে দেশটির রাজনৈতিক ক্ষমতায় পরিবর্তনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা করে বাড়তি সতর্কতা জারি করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। ইসরায়েলে এমন ঘটনা বিরল। সিন বেট নিরাপত্তা বাহিনীর প্রধান নাদাভ আরগামান বলেন, দেশটিতে সম্প্রতি সহিংসতা ও উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ঘটনা ছড়িয়ে পড়তে পারে।

গুয়েতেমালা ও মেক্সিকো সফরে যাচ্ছেন কমলা হ্যারিস

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আগামী সপ্তাহে গুয়েতেমালা ও মেক্সিকো সফরে যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের ডেপুটি হিসেবে দায়িত্ব নেয়ার পর কমলা হ্যারিসের এটিই প্রথম বিদেশ সফর। মার্চে বাইডেন ওই অঞ্চল থেকে অভিবাসনের মূল কারণের দিকে নজর দিতে কূটনৈতিক প্রচেষ্টার দায়িত্ব তাকে দেয়ার পর তিনি বলেছেন, জনগণের মাঝে আমাদেরকে আশার সঞ্চার করতে হবে। তাদের বোঝাতে হবে যে, তারা নিজ দেশে থেকে গেলে পরিস্থিতি আরও ভালো হবে।

ধর্ষণের দায়ে দণ্ডিত ধর্মগুরু রাম রহিম সিং করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ধর্ষণ ও হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। রোববার হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার করোনা ধরা পড়ে। ৩ জুন তার পেটে ব্যথা শুরু হয়। তখনই রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে গিয়ে তার কয়েকটি পরীক্ষা করা হয়। কিন্তু তিনি করোনা পরীক্ষা করাতে চাননি। অবশেষে রোববার কড়া পুলিশ প্রহরার মধ্যেই গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে নিয়ে তার করোনা পরীক্ষা করা হয়। এরপরই তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

করোনার ভারতীয় ধরন ৪০ শতাংশ বেশি সংক্রমণশীল

যুক্তরাজ্যে শনাক্ত করোনাভাইরাসের ভ্যারিয়েন্টের তুলনায় ৪০ শতাংশ বেশি সংক্রমণশীল ভারতীয় ভ্যারিয়েন্ট। যুক্তরাজ্যে ১৩২ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর এমন তথ্য দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তিনি জানান, ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তদের বেশির ভাগই ওয়েলসের বাসিন্দা। টেলিভিশনের এক অনুষ্ঠানে এমন তথ্য দেন ম্যাট হ্যানকক। তবে তিনি বলেন, দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করার পর যে কোন ভ্যারিয়েন্ট মোকাবিলা করা সম্ভব।

২১৬ দিন করোনায় আক্রান্ত, শরীরে ৩২ বার ভাইরাসের রূপ বদল

২১৬ দিন কোভিডে আক্রান্ত ছিলেন এইচআইভি পজেটিভ ৩৬ বছর বয়সী এক নারী। তার শরীরের ভেতরে প্রায় ৩২ বারের বেশি রূপ বদলেছে প্রাণঘাতী এই ভাইরাস। চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত জার্নাল মেডআরএক্সআইভি-তে দক্ষিণ আফ্রিকার ওই নারীকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। গবেষকরা তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের দু'টি ধরন অর্থাৎ আলফা (বি.১.১.৭) এবং বিটা (বি.১.৩৫১) প্রথম শনাক্ত হয়। করোনার এই দু'টি ধরনই ওই নারীর দেহে পাওয়া গেছে। তবে তার শরীর থেকে অন্য কারও শরীরে ওই ধরনগুলো সংক্রমিত হয়েছে কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত নন গবেষকরা।

হ্যাকারের কবলে ইলন মাস্ক

এবার হ্যাকারদের খপ্পরে পড়েছেন মার্কিন গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। হ্যাকারদের দাবি ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রার ব্যবহার নিয়ে মাস্কের ইতিবাচক মন্তব্যের জেরে হ্যাকের এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রায়ই ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রা নিয়ে গণমাধ্যম বা টুইটারে নিজের মন্তব্য জানান ইলন মাস্ক। তার এমন মন্তব্যের ফলে বিটকয়েন ও ডোজকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির বাজারদর বৃদ্ধি পায়। টিএমজেড নামের একটি ট্যাবলয়েড জানিয়েছে, অ্যানোনিমাস লিজিওন নামের একটি হ্যাকার গ্রুপের পাল্লায় পড়েছেন ইলন মাস্ক। ওই হ্যাকার গোষ্ঠী সাধারণত কোন ওয়েবসাইটে ডিনাইয়াল অভ সার্ভিসের মাধ্যমে হামলা করে থাকে।

চীনে কর্মক্ষেত্রে নারীদের আরও পিছিয়ে দেবে তিন সন্তান নীতি

চীনের তিন সন্তান নীতি গ্রহণের পর চাকরিগ্রহণ ও কর্মক্ষেত্রে বেশি বৈষম্যের শিকার হয়েছেন নারীরা। সম্প্রতি কয়েকজন নারীর ইন্টারভিউ নিয়ে এক প্রতিবেদনে এমনটা জানায় সিএনএন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপের পরিসংখ্যানে ২০২০ সালে ১শ ৫৬ দেশের মধ্যে চীনের অবস্থান ছিল ১শ সাতে। একই পরিসংখ্যানে ২০০৮ সালে চীনের অবস্থান ছিল ৫৭ তম। লিঙ্গ বৈষম্য বৃদ্ধির পেছনে কারণ হিসেবে দেখানো হয়েছে চীনের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে গিয়ে অনেকে সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করেন। নারীদের মধ্যে বাড়তি কর্মঘণ্টায় অনীহা রয়েছে। ফলে চাকরির বাজার থেকে ছিটকে যাচ্ছেন তারা।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত

ইয়েমেনের মারিব শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে। হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছে ইয়েমেন সরকার। প্রাদেশিক গভর্নরের প্রেস সেক্রেটারি আলি আল-গুলিসি জানিয়েছেন, রাওধা এলাকায় একটি পেট্রোল স্টেশনে মিসাইলটি আঘাত হানে। তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি বলেছেন, হামলায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের সবাই বেসামরিক ব্যক্তি।

আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ১১

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এরা সবাই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে। তারা একটি গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা মাইন বিস্ফোরণ হয়। স্থানীয় কর্মকর্তারা মাইন বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত করেছেন। তারা এই ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছে। তবে তালেবান বা অন্য কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় সময় শনিবার ওই হামলার ঘটনাটি ঘটে।

এএমকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।