ভারতে আরও ৩৪০৩ মৃত্যু, মহারাষ্ট্রেই ১৯১৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ এএম, ১১ জুন ২০২১

ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কিছুটা কমলেও তা ৯০ হাজারের উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩ জনে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের।

ওই তথ্যের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৫ জনের। কিন্তু গত সপ্তাহ থেকেই সে রাজ্যে দৈনিক মৃত্যু নেমে এসেছিল ৫০০ থেকে ৬০০-এর আশপাশে।

jagonews24

ভারতে গত দুদিন দৈনিক মৃত্যু অস্বাভাবিক বাড়লেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণের হার। গত তিন দিনের মতো শুক্রবারও তা ৫ শতাংশের নিচেই রয়েছে।

দেশটিতে সক্রিয় রোগীও কমছে। সেখানে সক্রিয় রোগী রয়েছে ১১ লাখ ২১ হাজার ৬৭১ জন। পাশাপাশি টিকা দেয়া হয়েছে সাড়ে ২৪ কোটির বেশি।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।