‘মালয়েশিয়ায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রয়োজন নেই’

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৭ জুন ২০২১

আগামী ১ আগস্টের পরে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রয়োজন নেই। জাতি দীর্ঘ সময় লকডাউনের মধ্যে থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপের দিকে যাবে। ‘রক্ষকগণের রক্ষকশীল’। মালয়েশিয়ার একটি প্রদেশের সুলতান সৈয়দ ড্যানিয়াল আহমদ এমন মন্তব্য করেন।

রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগোং, সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৬ জুন) রাজপ্রাসাদে অনুষ্ঠিত মালয় শাসকদের নিয়ে বিশেষ বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি।

সৈয়দ ড্যানিয়াল বিবৃতিতে বলেছেন, শাসকরা মহামারিজনিত স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট এবং সেই সঙ্গে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং মানুষের মধ্যে ক্রমবর্ধমান বিভেদকে স্বীকার করেছেন।

শাসকরা একমত হয়েছেন, মানুষের জীবন অবশ্যই অন্য সকলের চেয়ে বেশি অগ্রাধিকার পাবে, অন্যদিকে টিকা কর্মসূচি এবং কোভিড-১৯ অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা অবশ্যই প্রকৃতির অন্তর্ভুক্ত থাকতে হবে।

‘রাজনৈতিক হাওয়া যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে তা অবশ্যই শান্ত করা উচিত। একটি স্থিতিশীল সরকার যা জনগণের আস্থা, সংখ্যাগরিষ্ঠতা ও সমর্থন বহন করে গুরুত্বপূর্ণ। আগস্টের পরে দেশকে জরুরি অবস্থার মধ্যে রাখার দরকার নেই।’

jagonews24

শাসকরা বলেছেন, সুশাসন এবং জনগণের কাছে দায়বদ্ধ প্রশাসনকে নিশ্চিত করার জন্য সরকারের নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগীয় শাখাগুলোর মধ্যে চেক ও ভারসাম্য জরুরি ছিল, বিশেষত যখন দেশের ব্যয়গুলোর কথা আসে।

‘এই চেতনায়, শাসকরা ইয়াং ডি-পার্টুয়ান আগোংয়ের সাথে একমত পোষণ করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব সংসদের পুনর্গঠন করার আদেশ দিয়েছেন। রাজ্য স্তরে, শাসকরাও এই মতামত পোষণ করেন যে রাজ্য সমাবেশগুলি যত তাড়াতাড়ি সম্ভব পুনর্গঠন করতে পারে।’

তিনি বলেন, ‘ভাইরাস সংক্রমণে কার্যকর বলে প্রমাণিত হওয়া অন্যান্য কয়েকটি দেশে যে প্রক্রিয়া এবং পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, আমাদের দেশে চালু করা এবং প্রয়োগ করা উচিত।’

এর কিছু দিন আগে কোভিড-১৯ মহামারি মোকাবিলার জরুরি অবস্থা ও প্রতীকার নিয়ে ১৮ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন রাজা। সে বৈঠকে জরুরি অবস্থা প্রত্যাহার এবং সংসদ পুনর্গঠনে নেতারা রাজাকে বলেছিলেন।

অন্যদিকে ১৯৬৯ সালের মজলিস গেরাকান নেগারা (মাগেরান) এর মতো ‘জাতীয় পুনরুদ্ধার কাউন্সিল’ নামে একটি জাতীয় অপারেশন কাউন্সিল গঠনের প্রস্তাব করেছেন সাবেক প্রধানমন্ত্রী তুন ডা. মাহাথির মোহাম্মদ।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।