প্যারিসে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১৪ নভেম্বর ২০১৪

ফ্রান্সের প্যারিসে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে ছাত্ররা। এদিকে একই দিন আরও সদস্য নিয়োগ ও সরঞ্জামের দাবিতে র‌্যালি করেছে পুলিশ কর্মকর্তাদের একটি ইউনিয়ন। খবর আলজাজিরার।

দক্ষিণ ফ্রান্সে তিন সপ্তাহ আগে বিক্ষোভরত অবস্থায় পুলিশি আক্রমণের শিকার হয়ে মারা যায় পরিবেশবাদী এক তরুণ। এ ঘটনায় পুলিশের বিচার দাবি করে উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা বৃহস্পতিবার বিক্ষোভে নামে।

একটি বাঁধ নির্মাণের বিরোধিতা করে কয়েক শত পরিবেশবাদী পূর্বের ওই বিক্ষোভে অংশ নিয়েছিল। সে সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই ঘটনার তদন্ত চলছে।

বিক্ষোভরত ছাত্ররা জানান, সবার বিক্ষোভ করার অধিকার রয়েছে। কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হতে পারে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।