একদিনের ব্যবধানে সংক্রমণ লাফিয়ে বাড়ল ভারতে
অডিও শুনুন
একদিনের ব্যবধানে ভারতে সংক্রমণ লাফিয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। অথচ একদিন আগেই নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজারের কম। ১৩২ দিন পর মঙ্গলবার সংক্রমণ ছিল সবচেয়ে কম। কিন্তু ২৪ ঘণ্টায় আবারও সংক্রমণ ৪০ হাজার ছাড়িয়ে গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৬৫৪ জন, যা গতকালের তুলনায় ৪৭ শতাংশ বেশি। একদিন আগের তুলনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৪০ জন। অথচ একদিন আগে এই সংখ্যা ছিল ৪১৫।
এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫। দেশটিতে দৈনিক সংক্রমণের অর্ধেকই হয়েছে কেরালায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১২৯ জন। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ সাড়ে ৬ হাজারের নিচে নেমেছে।
অপরদিকে তামিলনাড়ুতে ১ হাজার ৭৬৭ জন, অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৫৪০ জন, কর্নাটকে ১ হাজার ৫০১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এসব রাজ্যে আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। তবে উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামছাড়া।
ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ২২ হাজার ২২ জন। কেরালায় গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন মৃত্যুর সংখ্যা ১৫০ জনের মতো। তবে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু ২৫০ ছাড়িয়েছে। ওড়িশায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু ৫০-এর নিচে।
সংক্রমণ বাড়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। তবে বাড়লেও তা ৪ লাখের নিচে রয়েছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন। এখন পর্যন্ত ভারতে ৪৪ কোটি ৬১ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।
টিটিএন/এমকেএইচ