৬ থেকে ১২ বছর বয়সীদের টিকা দিচ্ছে কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১

স্কুল খোলার সময় সবার জন্য করোনার টিকা নিশ্চিত করতে চায় কম্বোডিয়ার সরকার। এ লক্ষ্যে এবার ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হলো দেশটিতে। খবর বিবিসির।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেন, শিশুদের জীবন নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে স্কুলে ফিরলে, শিক্ষার্থী ও তাদের শিক্ষকরা করোনা (কোভিড-১৯) থেকে যেনো নিরাপদ থাকে।

দেশটির স্কুলগুলো করোনা মহামারির কারণে মাসব্যাপী বন্ধ ছিলো। কম্বোডিয়ায় এরই মধ্যে ১২ বছরের ওপরের সবাইকে টিকা দেওয়া নিশ্চিত করেছে সরকার। প্রধানমন্ত্রী হুন সেন স্বাস্থ্য-সংশ্লিষ্টদের গবেষণা করারও নির্দেশনা দিয়েছেন যে, তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের টিকা দেওয়া যাবে কিনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১২ বছরের কম বয়সীদের করোনা টিকা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকার কথা জানিয়েছে। সংস্থাটি বলছে, শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে আরও বেশি কার্যকর প্রমাণাদি দরকার।

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।