রাশিয়ায় এক মাসে ৪৪ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ৩১ অক্টোবর ২০২১

করোনাভাইরাস ও করোনা উপসর্গে আক্রান্ত হয়ে রাশিয়ায় এক গত এক মাসে ৪৪ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চলতি বছরের সেপ্টেম্বরে এতো মৃত্যু দেখেছে দেশটি। খবর রয়টার্সের।

রাশিয়ার সরকারি পরিসংখ্যান সার্ভিস রোসতাত স্থানীয় সময় শুক্রবার ( ২৯ অক্টোবর) জানায়, দেশটিতে করোনায় প্রাণ গেছে চার লাখ ৬৩ হাজারের মতো মানুষের। শনিবারও এক দিনে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২৫১ জন।

করোনা ঠেকাতে দীর্ঘমেয়াদি লকডাউনের কথা ভাবছে রাশিয়ার সরকার। তবে আংশিক লকডাউন কার্যকর করা হয়েছে ২৮ অক্টোবর থেকে। শুধু জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো চালু আছে। ৩০ অক্টোবর থেকে বন্ধ রয়েছে বহু আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানও। পরিস্থিতি সামলাতে ৭ নভেম্বর পর্যন্ত বেতনসহ ছুটি ঘোষণা করেছে পুতিন সরকার।

মস্কোর বিভিন্ন হাসপাতাল সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম আরটি জানায়, হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা বেড়ে গেছে। টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা।

jagonews24

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৮৭ হাজার ১১১ জন। বিশ্বে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ১০ হাজার ৪৬৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২৪ কোটি ৭১ লাখ ৩০ হাজার ৫৫০ জনে। রোববার (৩০ অক্টোবর) পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনা শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।