ভারতে পুরোদমে আন্তর্জাতিক ফ্লাইট শুরু ডিসেম্বরে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৪ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

ভারতে পুরোদমে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে পারে আগামী ডিসেম্বর মাসের শেষ নাগাদ। বুধবার (২৪ নভেম্বর) দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব রাজিব বানসালের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মার্চ মাসে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। শুধু খাদ্য-ওষুধের মতো জরুরি পণ্য পরিবহন ও বিদেশে আটকেপড়া ভারতীয় নাগরিকদের ফেরাতে বিশেষ ফ্লাইট চালু ছিল।

পরে করোনার প্রকোপ কমে আসা এবং টিকাদানের হার বাড়ার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা হয়। এসময় ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় কিছু দেশের সঙ্গে সীমিত সংখ্যক ফ্লাইট চালু করে ভারত। বর্তমানে ২৫টি দেশের সঙ্গে এমন চুক্তি রয়েছে তাদের।

গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, সরকার আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক করার বিষয়ে চিন্তাভাবনা করছে। তিনি বলেন, সরকার সব কিছু স্বাভাবিক অবস্থায় ফেরাতে আগ্রহী। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ ঠেকাতে ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে ইউরোপের কয়েকটি বড় দেশে যেভাবে দৈনিক সংক্রমণের হার ভয়ংকরভাবে বাড়ছে।

গত বছর লকডাউন শুরুর সময় আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ করে দিয়েছিল ভারত। দুই মাস পুরোপুরি বন্ধ থাকার পর ওই বছরের মে মাসে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর অনুমতি দেয় তারা। পরে ক্রমান্বয়ে ধারণক্ষমতা বাড়তে বাড়তে গত মাস থেকে শতভাগ যাত্রী নিয়ে ফ্লাইট চলাচল শুরু হয়েছে সেখানে।

আন্তর্জাতিক ফ্লাইট পুরোদমে শুরুর প্রস্তুতি হিসেবে গত ১৫ নভেম্বর থেকে বিদেশিদের পর্যটক ভিসা দেওয়া শুরু করেছে ভারত। করোনার কারণে এটিও দীর্ঘদিন বন্ধ ছিল।

সূত্র: এনডিটিভি

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।