চ্যান্সেলর শোলজের নেতৃত্বে জার্মানির নতুন সরকারের যাত্রা শুরু

হাবিবুল্লাহ আল বাহার
হাবিবুল্লাহ আল বাহার হাবিবুল্লাহ আল বাহার জার্মানি
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০২১
ছবি : সংগৃহীত

নির্বাচনের ৭২ দিন পর অবশেষে জার্মানিতে গঠিত হয়েছে নতুন সরকার। দেশটির নবম চ্যান্সেলর হিসেবে স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণ করেছেন সামাজিক গণতান্ত্রিক দলের ওলাফ শোলজ। অ্যাঞ্জেলা মার্কেলের ১৬ বছরের শাসনের পর ইউরোপিয়ান ইউনিয়নের শক্তিশালী এবং বৃহত্তর অর্থনীতির দেশটির শাসনভার বর্তাল এবার তার ওপর।

নতুন সরকার জার্মানির আধুনিকীকরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য লড়াই করার উচ্চ আশা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। এছাড়া একটি আধুনিক অভিবাসন নীতি, দ্বৈত নাগরিকত্ব আইন পাস, নূন্যতম মজুরি ১২ ইউরো করাসহ বেশকিছু পরিবর্তনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার। তবে করোনাভাইরাস মহামারি বর্তমানে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই বিবেচিত হবে।

চ্যান্সেলর শোলজের নেতৃত্বে জার্মানির নতুন সরকারের যাত্রা শুরু

বুধবার সকালে জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) সদস্যরা ভোট দিয়ে নতুন চ্যান্সেলর হিসেবে ওলাফ শোলজকে নির্বাচিত করেন। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার আনুষ্ঠানিকভাবে তাকে চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন। পরে সদ্যবিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল নতুন চ্যান্সেলর ওলাফ শোলজকে আনুষ্ঠানিকভাবে চ্যান্সেলর অফিস হস্তান্তর করেন।

চ্যান্সেলর শোলজের নেতৃত্বে জার্মানির নতুন সরকারের যাত্রা শুরু

এছাড়া আজ ১৬ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠিত হয়। নতুন মন্ত্রিসভায় সাতজন সামাজিক গণতান্ত্রিক দল থেকে, পরিবেশবাদী সবুজ দল থেকে পাঁচজন এবং লিবারেল গণতান্ত্রিক দল থেকে চারজন সদস্য স্থান পেয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু কোনো দল একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় জোটবদ্ধ সরকার গঠন করতে হয়েছে। জার্মানিতে জোট বেঁধে সরকার গঠনের দীর্ঘ রেওয়াজ রইলেও এই প্রথম সামাজিক গণতান্ত্রিক দল, পরিবেশবাদী সবুজ দল এবং লিবারেল গণতান্ত্রিক দল একসঙ্গে জোট বেঁধেছে। জার্মানিতে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রঙের প্রতীক রয়েছে। জোটবদ্ধ এই তিন দলের প্রতীক হলো লাল, সবুজ ও হলুদ। তাই এই জোটকে ‘ট্রাফিক লাইট’ জোট বলে অভিহিত করা হয়েছে।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।