সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

করোনায় আরও ৫ হাজার মৃত্যু, শনাক্ত সাড়ে ৫ লাখ

বিশ্বে এখন আতঙ্ক হয়ে ধরা দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচ হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল রাশিয়াতেই মৃত্যু হয়েছে এক হাজার ৭৬ জনের। এই সময়ে বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৫৭ হাজার ৮৬৬ জন। এই সময়ে সুস্থ হয়েছেন চার লাখ ৩১ হাজার ১৭৮ জন।

ওমিক্রন: আজ থেকে কঠোর লকডাউনে নেদারল্যান্ডস

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখেও জনস্বাস্থ্য বিবেচনায় রোববার থেকে এমন কঠিন সিদ্ধান্ত কার্যকর করবে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বার, রেস্তোরাঁ এবং জনসমাগমস্থল কমপক্ষে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে।

ফিলিপাইনে সুপার টাইফুনের আঘাতে মৃত্যু বেড়ে ৭৫

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। নিখোঁজদের সন্ধানে এখনো চলছে উদ্ধার কাজ। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাই। ঘূর্ণিঝড়ের আঘাতের পর অঞ্চলটিতে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। প্লাবিত হয়েছে বহু গ্রাম। বাড়িঘর ও সৈকতের রিসোর্টগুলো থেকে তিন লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

দুই দিনে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে ৯০০ অভিবাসনপ্রত্যাশী

নৌকায় করে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেল থেকে ৯০০ এর বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার কেন্ট উপকূলে ১৯টি নৌকায় ৫৫৯ জন এবং শুক্রবার ৩৫৮ জনকে নিয়ে ১০টি নৌকায় পারাপার হয়েছে। এছাড়া গত দুই দিনে ফ্রান্স কর্তৃপক্ষ ৫৬৪ জনকে আটকে দিয়েছে।

অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত, শিশুসহ নিহত ৪

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) কুইন্সল্যান্ডের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ব্রিসবেনের উত্তর-পূর্বাঞ্চল থেকে উড্ডয়নের কিছু সময় পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্লেনটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়।

মালয়েশিয়ায় বন্যায় বাস্তুহারা ২২ হাজারের বেশি মানুষ

মালয়েশিয়ায় বন্যায় হাজার হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এরই মধ্যে ২২ হাজারের বেশি মানুষ বাস্তহারা হয়ে পড়েছে। রোববার দেশটিতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখছে দেশটির মানুষ।

পাকিস্তানকে ১৯ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ভোক্তাদের পরিষেবার মান বাড়াতে বিদ্যুৎ বিতরণের উন্নতি ও জ্বালানি খাতের সংস্কার বাস্তবায়নের জন্য পাকিস্তানকে ১৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের ঋনের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস এ অর্থের অনুমোদন দেয়।

ইরানে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত

ইরানে প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ধরনটি প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এরপর এটি ৮৯টি দেশে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে দেশে দেশে করোনার সংক্রমণও বেড়েছে। অনেক দেশই বাধ্য হচ্ছে লকডাউনে ফিরে যেতে। জানা গেছে, ইরান তাদের মোট জনসংখ্যার ৬০ শতাংশ মানুষকে টিকা দিয়েছে। দেশটির আট কোটি ৫০ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। তাছাড়া কর্মকর্তারা দেশটির নাগরিকের যত দ্রুত সম্ভব বুস্টার ডোজ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যে ব্রেক্সিট মন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ সরকারের ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্ট পদত্যাগ করেছেন। সম্প্রতি দেশটির ভ্রমণ বিধিনিষেধ নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ব্রেক্সিট আলোচনায় যুক্তরাজ্যের পক্ষে নেতৃত্ব দেওয়া ফ্রস্ট দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে এক চিঠিতে পদত্যাগের বিষয়টি জানান। এতে তিনি বলেন, আমি আশা করছি করোনা মোকাবিলায় আপনি (বরিস) কোনো জোরজবরদস্তিমূলক সিদ্ধান্ত নেবেন না।

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২, আহত ৪

পাকিস্তানের বাজাউর উপজাতীয় জেলায় আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) গাড়িতে আত্মঘাতী হামলায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা রোববার (১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।