যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ লাখ ছাড়ালো
যুক্তরাজ্যে করোনায় নতুন করে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ফলে দেশটিতে দিন দিন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
বুধবার যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ১১২ জন। মঙ্গলবার এ সংখ্যা ছিল ৯০ হাজার ৬২৯ জন। সোমবার ছিল ৯১ হাজার ৭৪৩ জন।
দেশটিতে বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৪৯ জনে।
এদিকে বুধবার নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪০ জনের। যা গত মঙ্গলবার ছিল ১৭২ জন এবং সোমবার ছিল ৪৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৪৪ জনে।
গত বছর মে-জুন মাসে করোনার গণ পরীক্ষা শুরু হওয়ার পর থেকে বুধবারে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়।
এদিকে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৫ জন।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির ওমিক্রনের তীব্রতা নিয়ে বিস্তৃত বিশ্লেষণ আগামীকাল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
এমএইচআর