যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০১ এএম, ২৪ ডিসেম্বর ২০২১

করোনার নতুন ধরন ওমিক্রনের থাবায় এখন দিশেহারা যুক্তরাজ্য। দেশটিতে প্রতিদিন হচ্ছে আক্রান্তের নতুন নতুন রেকর্ড।

করোনায় বুধবারের তুলনায় বৃহস্পতিবার মৃত্যু কিছুটা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়ে গড়েছে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বৃহস্পতিবার করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৮৯ জন।

বুধবার এ সংখ্যা ছিল ১ লাখ ৬ হাজার ১২২ জন আর মঙ্গলবার ছিল ৯০ হাজার ৬২৯ জন।

এদিকে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ১৪৭ জনের। দেশটিতে বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮২ জনে।

সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়লেও গবেষণায় নিশ্চিত করা হয়েছে যে ওমিক্রন ডেল্টা ষ্ট্রেনের চেয়ে কম গুরুতর।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ডেল্টার তুলনায় ওমিক্রন আক্রান্তেদের ইমারজেন্সিতে ভর্তি হওয়ার ঝুঁকি ৪৫ ভাগ কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৭০ ভাগ কম।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।