ফের করোনায় আক্রান্ত বিজেপি সভাপতি জে পি নাড্ডা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১১ জানুয়ারি ২০২২
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা/সংগৃহীত ছবি

আবারও করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। সোমবার রাতে টুইট করে তিনি নিজে এই খবর নিশ্চিত করেছেন। এছাড়া এদিন ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও করোনায় আক্রান্ত হন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

টুইটে জে পি নাড্ডা লেখেন, ‘আমার মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। তাই আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্টে আমার পজিটিভ এসেছে। সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে রয়েছি।’

তিনি গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরও আইসোলেশনে থাকা ও করোনা পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন।

এর আগে ২০২০ সালের ১৩ ডিসেম্বর প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়েছিলেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। সেসময়ও তিনি নিজে টুইট করে তার করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন। সোমবার নতুন করে আক্রান্ত হওয়ার মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো এই ভাইরাসে আক্রান্ত হলেন।

করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর ভারতে সম্প্রতি সংক্রমণ ব্যাপকহারে বেড়েছে। গত কয়েকদিন দৈনিক সংক্রমণ দেড় লাখ অতিক্রম করছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে বলিউডের অভিনেতা-অভিনেত্রী পর্যন্ত একের পর এক আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।