ভারতে করোনার সংক্রমণ-মৃত্যু আরও কমেছে
ভারতে কমছে করোনার প্রকোপ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৫৯৭ জন। একই সঙ্গে কমেছে দৈনিক সংক্রমণের হারও।
মঙ্গলবার দেশটিতে দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৫ শতাংশে।
ভারতে জানুয়ারিতে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপে বেড়েছিল সংক্রমিতের সংখ্যা। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি পৌঁছানোর আগেই কমছে সংক্রমণ। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জনজীবন। বিভিন্ন রাজ্যে খুলে যাচ্ছে স্কুল, কলেজ।
মঙ্গলবারের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ১৮৮ জনের। তার মধ্যে কেরালাতেই মৃত্যু হয়েছে ৮৬০ জনের। এর মধ্যে করোনায় ৭৩৩টি মৃত্যু এত দিন অনথিভুক্ত ছিল।
এমএইচআর/জিকেএস